পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কম সুযোগ সুবিধার মধ্যেও নীরবে নিভৃতে গবেষণা করে যাচ্ছেন। গবেষকদের ওপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দুঃখজনক। দেশে সব গবেষণার মধ্যে গুরুত্বপূর্ণ গবেষণা হচ্ছে কৃষিতে। তিনি বলেন, এর আগে কোনো সরকার এত অল্প সময়ের মধ্যে প্রায় অর্ধশতাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়োগ করতে পারেনি। এবারের নিয়োগে কোনো দল-মত দেখা হয়নি। গ্রহণযোগ্যতা ও একাডেমিক প্রোফাইল দেখে, গবেষণা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন করা হচ্ছে৷ উপদেষ্টা বলেন, অনেকেই প্রশ্ন করেন, এবারও বাজেট গতানুগতিক হচ্ছে কেন, শিক্ষা ও গবেষণায় বাজেট কম কেন? কিন্তু বাজেট গতানুগতিক ধারায় করতে বাধ্য হচ্ছি; কারণ চলমান প্রকল্পগুলো বন্ধ করে নতুন শিক্ষা ও গবেষণায় নতুন বাজেট দেওয়া সম্ভব নয়।