১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। এতে সরকারি হাসপাতালগুলোতে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে কর্মবিরতির কারণে রোগীরা ভোগান্তিতে পড়েন। আন্দোলনকারীরা জানান, তিন দশক ধরে তারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তারা হুঁশিয়ারি দেন, আগামী ২ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে দেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতাল সম্পূর্ণভাবে বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হবে।