জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সংস্কার সম্পর্কে মহাসচিবকে বলে এসেছি। আর সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরাই আগে বলেছি। তিনি বলেন, আমরা বলেছি, নির্বাচন কেন্দ্রীক যে সংস্কারগুলো আছে, তা দ্রুত শেষ করতে হবে। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো সংস্কার শেষ হবে । এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব কোন মন্তব্য করেছেন কিনা এর উত্তরে বিএনপি মহাসচিব বলেন, তিনি কোন কমেন্টস করেননি।