ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কুম্মানগুদিতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত ও প্রায় ৬০ জন আহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। সংঘর্ষের পর বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদি যাচ্ছিল, অন্যটি কারাইকুদি থেকে দিনদিগুলে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বাসের চালকের আসনের পাশের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হচ্ছে। গত সপ্তাহেও তামিলনাড়ুতে অনুরূপ দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছিলেন।