আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেন এসএসসি বা এইচএসসি পরীক্ষার সময়সূচি না পড়ে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, কমিশন নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিচ্ছে এবং এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছে।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় নির্বাচন-সংক্রান্ত অবকাঠামো, লজিস্টিকস, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও বাজেট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভোটকেন্দ্র এবং সেখানে যাওয়ার রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগেভাগে নির্বাচনের উপযোগী করে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাদের নিয়ে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্যানেল গঠন করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি উপজেলায় এবং প্রয়োজন অনুযায়ী ইউনিয়ন পর্যায়েও মেডিকেল টিম গঠন করা হবে। তথ্য মন্ত্রণালয় ও বিটিভি ভোটার সচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম পরিচালনা করবে।