Web Analytics
গণতন্ত্র ও সাংবিধানিক সংস্কারের সুরক্ষায় ভোটের অনুপাতে আসন বণ্টন পদ্ধতির দাবিতে ঢাকায় গোলটেবিল বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতে ইসলামি এতে সমর্থন জানিয়ে বলেছে, সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না। বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়, ঐকমত্যে না আসার জন্য তারাই নির্বাচন বিলম্বিত করছে। জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার বলেন, একটি দলের কারণে সংস্কারে ঐকমত্য আটকে যাচ্ছে। ঐকমত্য না হলে কমিশনের উচিত গণভোটে যাওয়া। জনগণ যদি আমাদের অবস্থানকে গ্রহণ করে, তবে পিআর হবে। গ্রহণ না করলে আরেকটি দল যা বলছে, তা হবে। সভায় চরমোনাই পীর পিআর পদ্ধতিকে সংস্কারের মূল দাবি হিসেবে তুলে ধরেন। নাগরিক ঐক্যসহ কয়েকটি দল উচ্চকক্ষেও পিআর প্রবর্তনের পক্ষে মত দেয়। সভায় বলে, পিআর পদ্ধতিতে দলীয় কর্তৃত্ব কমবে, সংবিধানে নয়–ছয় বন্ধ হবে এবং নির্বাচন সুষ্ঠু হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!