গণফোরামের এক প্রতিবাদপত্রে বলা হয়, ২৮ আগস্ট সকালে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সেমিনারের ব্যানারে অনুমতি ছাড়া গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নাম ব্যবহার করা হয়। এই ঘটনায় গণফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান প্রতিবাদ জানিয়েছেন। নেতারা বলেছেন, মঞ্চ-৭১ নামে যে সংগঠন ড. কামাল হোসেনের নাম ব্যবহার করে সেমিনারের বিজ্ঞাপন ছাপিয়েছে, তার সঙ্গে ড. কামাল হোসেনের গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে মঞ্চ ’৭১ গোলটেবিল অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেনের নাম লেখা ছিল ব্যানারে। তবে ‘জুলাইযোদ্ধা’রা প্রতিবাদ করায় সেই অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এ সময় আবদুল লতিফ সিদ্দিকী এবং শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৫ জনকে পুলিশ হেফাজতে নেয়।