Web Analytics
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার স্মৃতিসৌধের ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানানো হয়, যেখানে জানানো হয় এই সময়ে কেউ প্রবেশ করতে পারবেন না।

রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিসৌধে প্রতি বছর বিজয় দিবসের আগে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন।

কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে দর্শনার্থীদের সহযোগিতা কামনা করেছে। রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে স্মৃতিসৌধ পুনরায় সাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!