২০২৬ ফুটবল বিশ্বকাপের মূলপর্বে আরও ৮টি দল জায়গা করে নিয়েছে, ফলে এখন পর্যন্ত মোট ৪২টি দল নিশ্চিত হয়েছে। বাকি ৬টি দল আগামী মার্চে অনুষ্ঠিতব্য প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে। তুরস্কের সঙ্গে ২–২ গোলে ড্র করে স্পেন ‘ই’ গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা পেয়েছে এবং তাদের অপরাজেয় ধারা দাঁড়িয়েছে ৩১ ম্যাচে। ইউরোপ অঞ্চল থেকে বেলজিয়াম, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড ও অস্ট্রিয়াও কোয়ালিফাই করেছে। এর আগে নরওয়ে, নেদারল্যান্ডস ও জার্মানি জায়গা নিশ্চিত করেছিল। কনক্যাকাফ অঞ্চলে পানামা, হাইতি ও কুরাসাও বিশ্বকাপের টিকিট পেয়েছে, যার মধ্যে কুরাসাও সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়েছে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আগেই স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা পেয়েছে। ইউরোপীয় প্লে-অফে ১২ রানার্স-আপ দল ও নেশনস লিগের চারটি দল অংশ নেবে। বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর।