দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে উৎসাহিত করতে এবং এই খাতে চীনের আধিপত্য রোধ করার লক্ষ্যে চীনের তৈরি ও পরিচালিত জাহাজের উপর নতুন বন্দর ফি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যার বেশিরভাগই অক্টোবরের মাঝামাঝি থেকে কার্যকর হবে। প্রতিটি চীনা-সংযুক্ত জাহাজের মার্কিন ভ্রমণের জন্য প্রযোজ্য হবে। এক্ষেত্রে প্রতি টনেজ বা প্রতি কন্টেইনারে বাড়তি ফি গুনতে হবে। এছাড়া বছরে পাঁচবার এই ফি মূল্যায়ন করা হবে। কোনো মালিক যদি মার্কিন নির্মিত জাহাজের জন্য অর্ডার দেন তবে তা মওকুফ করা হতে পারে। চীনা নির্মিত জাহাজের জন্য, প্রতি এন্ট্রি ১৮ ডলার বা প্রতি কন্টেইনারে ১২০ ডলার থেকে শুরু হয় - যার অর্থ ১৫,০০০ কন্টেইনারসহ একটি জাহাজের জন্য ১.৮ মিলিয়ন ডলারের বিশাল ফি বাড়তি গুনতে হতে পারে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।