সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন করছে শিক্ষার্থীরা। আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত 'বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি' কর্মসূচি পালন করতে জড়ো হয়েছে তারা। সরেজমিনে গিয়ে দেখা যায় ভিতরে স্বরসতী পূজার কার্যক্রম চলছে, অনশনরতদের ঘিরে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা, নেই মিছিল স্লোগান! অবরোধে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়ে রাষ্ট্র তাদের সাথে দ্বিচারিতা করেছে এমন মন্তব্য করেছেন তিতুমীর ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তা। শিক্ষার্থীরা তিন দফা পেশ করেছে। যথাক্রমে, তিতুমীর বিশ্ববিদ্যালয় স্বীকৃতি, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও কমিশন গঠনে বাঁধা দেওয়ার অভিযোগে আইন উপদেষ্টার ক্ষমা প্রার্থনা তাদের দাবি!