শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে নতুন করে ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৮৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৩৪৭ জন। আট দিনে ৪ হাজার ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি, দুটি রামদা ও তিনটি হ্যামার উদ্ধার করা হয়েছে।