পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, যতই চেষ্টা করুক না কেন, পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না ভারত। এমন কিছু করার চেষ্টা করলে তোমাদের এমন শিক্ষা দেওয়া হবে যে, কান ধরে দাঁড়াতে হবে। এর আগে সাবেক মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘটনাকে ‘সিন্ধু সভ্যতার ওপর আক্রমণ’ হিসেবে উল্লেখ করে বলেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ প্রতিরোধে প্রস্তুত থাকবে। এদিকে চলতি বছরের জুনে দ্য হেগের স্থায়ী সালিশি আদালত রায়ে জানায়, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারবে না। সোমবার আদালত আবারও স্পষ্ট করে দেয়, পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পাকিস্তানের ‘অবাধ ব্যবহারের’ জন্য প্রবাহিত রাখতে হবে। তবে ভারত পিসিএর এখতিয়ার ও রায় মানতে অস্বীকৃতি জানায়।