শনিবার বিডিআর হত্যাকাণ্ড তদন্তে সাক্ষ্য দেওয়ার জন্য শেখ হাসিনা, জেনারেল আজিজ, ফজলে নূর তাপসসহ ১৫ জনকে তলব করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বাকিরা হলো, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, বাহাউদ্দিন নাছিম, জেনারেল মুহাম্মদ শামসুল আলম (অব.), জেনারেল মোল্লা ফজলে আকবর (অব.), জেনারেল মঈন উ আহমেদ (অব.), হাসান মাহমুদ খন্দকার, আব্দুল কাহার আকন্দ, নূর মোহাম্মদ এবং মনিরুল ইসলাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষ্য প্রদান অপরিহার্য হয়ে পড়ায় উল্লিখিত ব্যক্তিরা সরাসরি কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন। আগামী ৩১ মার্চের মধ্যে কমিশনকে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষ করতে হবে।