নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে সোমবার সন্ধ্যায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশে থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায় এবং জানালার কাচ ভেঙে পড়ে। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফোন পাওয়ার পর দিল্লি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠায়। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে, জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উড়ছে এবং রাস্তার বিভিন্ন স্থানে রক্ত ও ক্ষতিগ্রস্ত যানবাহনের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন—কারও দেহের অংশ আকাশে উড়ে রাস্তায় পড়ে যেতে দেখেছেন বলে জানান একজন। বিস্ফোরণের শব্দে আশপাশের ভবনের দেয়াল, দরজা ও জানালাও কেঁপে ওঠে। অনেকে বোমা বিস্ফোরণের সন্দেহ প্রকাশ করলেও পুলিশ এখনো বিস্ফোরণের উৎস নিশ্চিত করতে পারেনি। এলাকা ঘিরে ফেলেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং পুরো কেন্দ্রীয় দিল্লিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আহতদের দ্রুত এলএনজেপি হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা আটজনের মৃত্যু নিশ্চিত করেন।