বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিক বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছেন। পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান জানান, পাকিস্তানের স্পিকার সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে সাবেক প্রধানমন্ত্রীকে দাফন করা হবে।
পাকিস্তানের স্পিকারের এই সফর সাবেক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে আন্তর্জাতিক মনোযোগের একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।