বিএনপি নেতা আযম খান বলেছেন, কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, ওই কতিপয় দল দেশের সম্প্রীতিকে ব্যাহত করতে চায়। দেশকে ধ্বংস করে গেছে ফ্যাসিবাদীরা। সেই জায়গা থেকে আমরা দেশকে যত উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই, সেখানে কিছু দল বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। আরও বলেন, তারেক রহমান অতি শিগগিরই দেশে ফিরবেন। তাকে সংবর্ধনা দেয়ার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে। একই অনুষ্ঠানে আফরোজা আব্বাস বলেন, দেশের অর্ধেক হচ্ছে নারী সমাজ আর এই নারী সমাজকে বাদ দিয়ে রাষ্ট্র কখনও চলতে পারে না।