সরকারি সহকারী শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পার্বত্য জেলা রাঙামাটিতে উত্তেজনা চরমে উঠেছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ, স্বজনপ্রীতি ও কোটা বৈষম্যের অভিযোগ তুলে বিভিন্ন নাগরিক ও শিক্ষার্থী সংগঠন ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য, কোটাবিরোধী ঐক্যজোটসহ কয়েকটি সংগঠন বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল পালনের ঘোষণা দিয়েছে। আন্দোলনকারীরা দাবি করেছেন, সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা থাকলেও জেলা পরিষদ উপজাতিদের জন্য ৭০ শতাংশ কোটা বহাল রেখেছে, যা তারা অবৈধ বলে উল্লেখ করেছেন। জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে আইন অমান্যের অভিযোগও উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে পক্ষে-বিপক্ষে তীব্র বিতর্ক চলছে। অনেক নিয়োগপ্রার্থী আশঙ্কা করছেন, হরতাল ও উত্তেজনা লিখিত পরীক্ষার আয়োজনকে ব্যাহত করতে পারে এবং পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।