দুবাই এয়ারশোতে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির প্রতিরক্ষা প্রকল্পের নিরাপত্তা ও ব্যয়-সাশ্রয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হাল) ও অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির যৌথ উদ্যোগে তৈরি তেজস ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অন্যতম প্রধান প্রকল্প। ২০২১ সালে ভারত ৮৩টি তেজস এমকে–১এ কেনার জন্য ৬.৫ বিলিয়ন ডলারের চুক্তি করে, যেখানে প্রতিটি বিমানের দাম ছিল প্রায় ৪৩ মিলিয়ন ডলার। তবে ২০২৫ সালে ৯৭টি নতুন বিমানের জন্য ৭.৮ বিলিয়ন ডলারের চুক্তিতে প্রতিটির সম্ভাব্য মূল্য বেড়ে দাঁড়ায় প্রায় ৮০ মিলিয়ন ডলার। হাল আন্তর্জাতিক বাজারে তেজস রপ্তানির প্রচেষ্টা চালালেও, দুবাইয়ের দুর্ঘটনা বিদেশি ক্রেতাদের আগ্রহে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকেরা মনে করছেন, ভারতের বিমানবাহিনী আধুনিকায়ন ও রপ্তানি লক্ষ্য অর্জনে এসব প্রশ্নের জবাব দেওয়া জরুরি।