বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের ২২ জানুয়ারি হবিগঞ্জ সফরে আসছেন। সোমবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে বিএনপি আয়োজিত খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে বিষয়টি নিশ্চিত করেন দলের সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।
জিকে গউছ জানান, তারেক রহমান সেদিন সিলেটে মাজার জিয়ারত শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে হবিগঞ্জে একটি স্মরণকালের বিশাল জনসভায় বক্তব্য রাখবেন। তিনি বলেন, হবিগঞ্জের ইতিহাসে এমন জনসভা আগে কখনো হয়নি এবং এজন্য নেতাকর্মীদের এখন থেকেই পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণা জোরদার করতে হবে।
তিনি আরও আহ্বান জানান, দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে এই জনসভাকে সফল করে তুলবেন।