ইরানি বিপ্লবী গার্ড জানিয়েছে, শনিবার খোরামাবাদ শহরে ইসরাইলি হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন। শহরটিতে ব্যাপক হামলা চালিয়ে বহু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এর আগে শীর্ষ দুই কমান্ডারের নিহতের খবর আসে। আইআরজিসি ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। প্রধান নিহতের পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরাইলে ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন। ইসরাইলি সেনাবাহিনী জানায়, বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিন পুর জোদখি নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছেন। এদিকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় নিহত হয়েছেন।