বাংলাদেশে অবৈধভাবে বাস করা ৫০,০০০ বিদেশি নাগরিককে আবেদন করে দেশ ছাড়ার নির্দেশনা দেওয়ার পর জানুয়ারি মাস পর্যন্ত ১৫ হাজার ৬১৮ জন বাংলাদেশ ছেড়ে যান। এখনো অবৈধভাবে বসবাস করছেন ৩৩ হাজার ৬৪৮ জন! স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে, এই বিপুল সংখ্যক অবৈধদের বিষয়ে করণীয় ঠিক করতে। এর আগে ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ বিদেশীদের বিভিন্ন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে। পুলিশের বিশেষ শাখার তথ্য মতে, বাংলাদেশে অবস্থিত ২৭,০০০ ভারতীয়দের মেয়াদ শেষ হয়ে গেছে, চীনের ১০,০০০! ভিসার মেয়াদ শেষ হওয়ায় জরিমানা দিয়ে ভিসা নবায়ন করতে হবে।