বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব বাদ দিয়ে "বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়" (বিএমইউ) নামে ব্যানার টাঙানো হয়েছে। টানিয়েছে বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা -কর্মচারীরা! তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কিছু জানাতে পারেনি। ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব মো. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, নতুন নামের ব্যানার আজ সকালে এসে দেখতে পেলাম। এটা সহ আরো কিছু নাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তাবনায় আছে। আগামী ২-৩ দিনের মধ্যে আসবে দাপ্তরিক সিদ্ধান্ত। এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ১২ টার দিকে খুলে ফেলা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্বলিত সাইনবোর্ড!
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।