Web Analytics
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. কামাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার জন্য চাচাকে পিতা হিসেবে দেখানোর অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করে। ২০২৬ সালের ২৮ জানুয়ারি বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর জানান, কামাল হোসেন ২০২৫ সালের ১৫ ডিসেম্বর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন এবং ২৩ ডিসেম্বর ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ডিএনএ পরীক্ষার শর্তে জামিন দিয়েছিলেন, কিন্তু তিনি দুইবার শর্ত ভঙ্গ করায় জামিন বাতিল করা হয়।

২০২৫ সালের ২৬ ডিসেম্বর দুদকের উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে মামলা করেন। অভিযোগে বলা হয়, কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি পেতে চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীবকে পিতা হিসেবে দেখিয়ে প্রতারণা করেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!