এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বর্তমান সংবিধানটি প্রশ্নবিদ্ধ, এই সংবিধান একটি দলীয় সংবিধান ছিল, ব্যক্তিকেন্দ্রিক সংবিধান। পার্লামেন্ট এক ব্যক্তিকেন্দ্রিক পার্লামেন্ট ছিল। এখন যে সচিবালয়-মন্ত্রণালয়ে বসে যারা বড় বড় কথা বলছেন, তারা সবাই একদলীয় এবং এক ব্যক্তিকেন্দ্রিক সচিবালয়-মন্ত্রণালয় চালিয়ে আসছেন। তিনি বলেন, সেবাভিত্তিক রাজনীতির কথা বলতে হবে। তরুণদের জন্য অবশ্যই শোডাউনের রাজনীতি পরিবর্তন করে দায়িত্বের কথা বলতে হবে। এটা শুধু এনসিপির নয়; সব রাজনৈতিক দলের দায়িত্ব। সামান্তা শারমিন বলেন, ঐকমত্য কমিশনে অনেকেই গণপরিষদ নির্বাচনের বিরোধিতা করেছেন। গণপরিষদ নির্বাচন ব্যতীত বাংলাদেশে আর কোনো নির্বাচন এই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট ধারণ করবে না। এটা কোনো কঠিন বিষয় নয়।