নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ হলে আজ মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। এতে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে, যার মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও আছেন। সম্মেলনের লক্ষ্য রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সংকট পর্যালোচনা এবং মানবাধিকারসহ মূল কারণ মোকাবিলায় উদ্যোগ গ্রহণ। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন অগ্রাধিকার পাবে। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ওআইসির প্রতিনিধিত্ব করবে তুরস্ক এবং জিসিসির প্রতিনিধিত্ব করবে কুয়েত। সম্মেলনের আগে শরণার্থী অর্থায়ন, প্রত্যাবাসনের রোডম্যাপ, রোহিঙ্গা শিশুদের শিক্ষা এবং রাখাইন রাজ্যের গৃহযুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।