খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, পিআর পদ্ধতি না থাকলে উচ্চকক্ষ কেবল ‘বেকার পুনর্বাসনের কেন্দ্র’ হবে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা যদি প্রকৃত অর্থবহ উচ্চকক্ষ না গড়ে ‘বেকার পুনর্বাসন কেন্দ্র’ হিসাবে কেবল সংসদ-সদস্য বাড়িয়ে রাষ্ট্রের ওপর বোঝা চাপিয়ে দেন, তবে তা মেহনতি মানুষের সঙ্গে দুরভিসন্ধি হবে।’ তিনি বলেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নিলেও দেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দলের দ্বিমতের কারণে এটি কার্যকর হবে না।’ সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচনব্যবস্থায় এমন পরিবর্তন হওয়া দরকার ছিল, যাতে দুর্বৃত্তায়ন, পেশিশক্তি, কালোটাকা ও সন্ত্রাসের আধিপত্য বন্ধ হয়। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে সেই অভিপ্রায় দেখা যায়নি। ব্যর্থতায় বিএনপিরও বড় ভূমিকা রয়েছে।’ মামুনুল বলেন, ‘দায়িত্ব নিয়েছেন যখন, নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ছাড়া আপনার মুক্তির উপায় নেই। শাপলার রক্তকে স্বীকৃতি, বিডিআর হত্যাকাণ্ড ও জাতীয় ষড়যন্ত্রকে ঘোষণায় অন্তর্ভুক্ত করে সেটিকে আইনি ভিত্তি দিতে হবে।’