পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুর বলেছেন, ইমরান খানের মুক্তির দাবিতে তেহরিক-ই-ইনসাফ সশস্ত্র পদযাত্রা করবে ইসলামাবাদ অভিমুখে। গান্ডাপুর বলেন, ‘আমাদের দিকে গুলি ছোড়া হলে আমরাও গুলিতে জবাব দেব—শুধু পাল্টা গুলি নয়, সম্পূর্ণ শক্তি দিয়ে প্রতিঘাত করব।’ আরও জানান, ইমরান খানকে পিটিআই’র ‘প্যাট্রন-ইন-চিফ’ ঘোষণা করা হয়েছে এবং তিনিই আসন্ন দেশব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেবেন। জানা গেছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর ইতোমধ্যেই আগামী ২২ জুন সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। গান্ডাপুর এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান।