আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি উচ্চমাত্রায় থাকবে এবং ২০২৫–২৬ অর্থবছরে তা গড়ে ৮.৮ শতাংশে পৌঁছাতে পারে। সংস্থাটি আশা করছে, ২০২৬–২৭ অর্থবছরে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমে ৫.৫ শতাংশে নামবে যদি কঠোর মুদ্রানীতি অব্যাহত থাকে। ঢাকায় ১৩ দিনের সফর শেষে আইএমএফ মিশনপ্রধান ক্রিস পাপাজর্জিও বলেন, বাংলাদেশ সামষ্টিক স্থিতিশীলতায় অগ্রগতি অর্জন করেছে, তবে দুর্বল কর রাজস্ব, আর্থিক খাতের ঝুঁকি ও উচ্চ মূল্যস্ফীতি এখনো বড় চ্যালেঞ্জ। আইএমএফ কর প্রশাসন জোরদার, ভর্তুকি সংস্কার, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং ব্যাংক খাতের দুর্বলতা নিরসনের আহ্বান জানিয়েছে। জলবায়ু অর্থায়ন ঘাটতি পূরণেও দ্রুত পদক্ষেপ নিতে বলেছে সংস্থাটি। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর আগামী মে মাসে ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির পর্যালোচনা হবে।