এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে জানাতে চায়, ৭১ ও ২৪ কখনোই পরস্পরবিরোধী নয়। বরং ৪৭- এ আমরা নিজের ভূখণ্ড লাভ করেছি, '৭১-এর মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ফ্যাসিবাদ থেকে মুক্তিলাভ করেছে। মুজিববাদী সংবিধানের ফলে সৃষ্ট ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। সংগঠনটি মনে করে, '৪৭, '৭১ ও '২৪ এ ভূখণ্ডের মুক্তিসংগ্রামের এক একটি ইতিহাসের ধারাবাহিকতা, তাই সংগঠনটি ২৪ ও ৭১-কে মুখোমুখি দাঁড় করানোর অপরাজনীতির স্পষ্ট বিরোধিতা করছে। এ ধরনের অপচেষ্টাকারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আরও বলা হয়, এ ধরনের অপরাজনীতি আসলে শাপলা চত্বর ও শাহবাগের বাইনারি ফিরিয়ে এনে আবারও আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার সুযোগ তৈরি করে দেয়। এ ধরনের অপরাজনীতি ছাত্র-জনতা কখনোই মেনে নেবে না। তাই সংগঠনটি এ ধরনের অপরাজনীতি বন্ধ করে জাতীয় স্বার্থ ও জনকল্যাণের পক্ষে রাজনীতি করার আহ্বান জানিয়েছে। অন্যথায়, অপরাজনীতির বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলন সক্রিয়ভাবে নেতৃত্ব দেবে, বলা হয় বার্তায়।