Web Analytics
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে এক বাণীতে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধ–সংক্রান্ত আন্তর্জাতিক কনভেশন অনুযায়ী যথাযথ আইন প্রণয়ন করা হবে। তিনি বলেন, ‘জোরপূর্বক গুম একটি বৈশ্বিক সমস্যা, মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশেষ করে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে এ ধরনের অমানবিক ঘটনা ঘটে। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী অনেক সময় সরকারবিরোধী আন্দোলন বা ভিন্নমতের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এ ধরনের নির্দয় কৌশল ব্যবহার করে থাকে।’ আরও বলা হয়, শেখ হাসিনার আমলে বাংলাদেশে নজীরবিহীন গুমের ঘটনায় দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী অনেক সময় সরকারবিরোধী আন্দোলন বা ভিন্ন মতের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এ ধরণের কৌশল ব্যবহার করে থাকে। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে বাংলাদেশে আর যেন কেউ গুমের শিকার না হয় সেদিকে নজর দেয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!