ধানমণ্ডিতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। ১৯ নভেম্বর রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি রাফিয়ার প্রতি সমর্থন জানিয়ে বলেন, রাফিয়াকে টার্গেট করা হচ্ছে কারণ সে নিজের ধর্মীয় পরিচয় ও বিশ্বাস প্রকাশ্যে ধারণ করে। মোনামির মতে, একই আচরণ যদি কোনো নন-হিজাবি মেয়ের কাছ থেকে আসত, তবে সেটি নারীর ক্ষমতায়নের উদাহরণ হিসেবে প্রশংসিত হতো। তিনি আরও বলেন, পুলিশের আচরণ ছিল অগ্রহণযোগ্য ও নির্যাতনমূলক, অথচ রাফিয়ার দৃঢ় জবাবকে ক্ষমতায়ন হিসেবে দেখা হচ্ছে না। মোনামি মন্তব্য করেন, বাংলাদেশের সংকীর্ণ ফেমিনিজমের কারণে রাফিয়ার প্রতিবাদকে উপেক্ষা করা হচ্ছে।