জামায়াতের আমির শফিকুর রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে তরুণদের বলেছেন, হে যুবক এগিয়ে এসো, আমিও পাকা চুল-দাঁড়ি এবং ভ্রু নিয়ে তোমাদের সাথে থাকব। নতুন করে কুরআনের দেশ গড়তে মা-বোনদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকালে লক্ষীপুর জেলার সমাবেশে যুবকদের স্যালুট দিয়ে বলেন, তোমাদের জীবন বাজি রেখে লড়াই করার কারণে আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন। তিনি আরো বলেন, আমাদের ছেলেরা বলেছিল, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তিনি এই ঝড়কে দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে ঝড় বলে অভিহিত করেছেন। তিনি এই সময়ে কুরানকে সোনার বাংলা গড়ার একমাত্র উপাদেয় হিসেবে উল্লেখ করে লক্ষীপুরের দুঃসময়ের কথা উল্লেখ করেন।