এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলিয়ে যাবে। তিনি বলেন, ‘নেপালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে দুই দিনের মধ্যেই ঘোষণা দিয়েছে ৬ মাসের মধ্যে সে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রধান উপদেষ্টা চাইলেই ৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি নির্বাচন না দিয়ে নানা ভাবে তার সমর্থিত রাজনৈতিক দল গঠন করে বিভিন্ন উসকানিমূলক প্ররোচনা দিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করছেন। ফলে মবোক্রেসি সৃষ্টি হয়েছে। ভদ্রলোকদের আক্রমণ করছে। এই অবস্থাকে সরকার এখন পর্যন্ত নিবৃত করতে পারেনি।’ আরও বলেন, ‘এদেশের ব্যবসা-বাণিজ্য আজ কোনো কিছুই সচল নেই। অন্তর্বর্তী সরকার বিভিন্নভাবে মানুষকে বুঝাতে চায় বিদেশে থেকে তারা বিনিয়োগ আনবে। বাংলাদেশে যেসব মিল-ফ্যাক্টরি ও কল-কারখানা আছে সেগুলোতে আপনি বিদ্যুৎ-গ্যাস দিতে পারেন না। বিদেশি বিনিয়োগকারীদের কথা বলে মানুষকে ভাওতা না দিয়ে দেশের শিল্পপতি ও বিনিয়োগকারীদের যথাযথ সুযোগ করে দিলে দেশের অর্থনীতি স্বচ্ছল হবে।’