গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের পাশাপাশি আইন প্রণয়ন করে হলেও দল হিসাবে লীগের বিচার করতে হবে। সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দিতে হবে। জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না। কেউ বলছেন সংস্কার কেউ বলছেন নির্বাচন; অথচ কথা ছিল সংস্কার ও নির্বাচন হবে একসঙ্গে। তিনি আরো বলেন, আন্দোলন সফল হওয়ার পরে, গণতান্ত্রিক রূপান্তরে একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি হলো। তখন সে কাজের মনোযোগের বদলে ক্রেডিট নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। এখন তো প্রায় দলীয়করণ করার একটা চেষ্টা। এখানে যে জনগণের অবদান আছে, দেশের সব রাজনৈতিক দল, শ্রেণি-পেশার অবদান আছে সেটা স্বীকৃত স্বীকার্য হিসাবেই থাক।