সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা কাঠামো নতুনভাবে পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নে আরও এক ধাপ এগিয়েছে জাতীয় বেতন কমিশন। আগামী ২৪ নভেম্বর সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন, যার সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি জাকির আহমেদ খান। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন কাঠামো পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে। এর আগে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে চার শ্রেণির অংশগ্রহণকারীদের মতামত সংগ্রহ করা হয়। গত ২৭ জুলাই গঠিত কমিশন ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে চায়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনটি প্রতিবেদন যাচাইয়ের পর সুপারিশ চূড়ান্ত করা হবে এবং বর্তমান সরকার কাঠামোর ভিত্তি তৈরি করবে, পরবর্তী সরকার তা বাস্তবায়ন করবে, বাজেট ও সামাজিক ব্যয়ের বিষয় বিবেচনায় রেখে।