বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, বাংলাদেশের বিরুদ্ধে তিনটি পরাশক্তি আগ্রাসন ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন বলেন, দুটি আঞ্চলিক শক্তি ও একটি বৈশ্বিক পরাশক্তি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের চেষ্টা করছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘লেজুড়বৃত্তি নেতা’ বলে উল্লেখ করে অভিযোগ করেন, তাঁর নীতির কারণেই এসব পরাশক্তি বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারছে। আবরার ফাহাদের হত্যাকে তিনি ভারতবিরোধী বক্তব্যের বিরুদ্ধে এক সতর্কবার্তা হিসেবে বর্ণনা করেন। তিনি রাজনীতিতে সততা, মেধা ও সৎ নেতৃত্বের মাধ্যমে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানান।