Web Analytics
আসন্ন ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে সারাদেশে ধান ও চাল সংগ্রহ অভিযান শেষ করতে চায় বাংলাদেশ সরকার, যাতে পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় পর্যাপ্ত খাদ্য মজুদ থাকে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, চলতি আমন মৌসুমে ৭ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—এর মধ্যে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার টন আতপ চাল ও ৬ লাখ টন সিদ্ধ চাল সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। প্রতি কেজি ধান ৩৯ টাকা, সিদ্ধ চাল ৫০ টাকা ও আতপ চাল ৪৯ টাকা দরে কেনা হবে। সংগ্রহ অভিযান চলবে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এখন ৫৫ লাখ পরিবারকে ছয় মাস খাদ্য সহায়তা দেওয়া হবে। গত মৌসুমে সংগ্রহ ঘাটতির কারণে সরকার ২০২৪–২৫ অর্থবছরে ৮ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে রাজধানীতে চালের দাম মানভেদে কেজিপ্রতি ৫৪ থেকে ৮৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।