মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে বা নিরস্ত্র না হয়, তবে ইসরাইল আবার গাজায় সামরিক অভিযান চালাতে পারে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “হামাস নিয়ে যা ঘটছে, তা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।” তিনি আরও বলেন, হামাস যদি অস্ত্র জমা দিতে অস্বীকার করে, তাহলে ইসরাইল “রাস্তায় ফিরে গিয়ে ওদের একেবারে গুঁড়িয়ে দিতে পারে।” ট্রাম্প দাবি করেন, তিনিই এখন পর্যন্ত ইসরাইলকে সংযত রেখেছেন। ট্রাম্পের মতে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবিত ২০ জন ইসরাইলি বন্দির মুক্তি এবং নিহতদের মরদেহ ফেরত দেওয়া। অন্যদিকে, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস জানায়, তারা সব জীবিত বন্দি ও উদ্ধারযোগ্য মরদেহ ইতিমধ্যেই হস্তান্তর করেছে, তবে বাকি মরদেহ উদ্ধারে বিশেষ সরঞ্জাম ও সময়ের প্রয়োজন। গত সেপ্টেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর এই উত্তেজনা চুক্তির স্থায়িত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।