রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে এক তালিকা উপস্থাপন করেছে। মস্কোর দেওয়া এই শর্তগুলো নির্দিষ্টভাবে কী তা স্পষ্ট নয়। রাশিয়া পূর্বেও কিয়েভ ন্যাটোর সদস্যপদ না পাওয়ার নিশ্চয়তা, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন নিষিদ্ধ করা এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া ও চারটি অঞ্চলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছে। রাশিয়া দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, ইউক্রেন যুদ্ধের "মূল কারণ" হলো ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণ, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটকে সমাধান করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র প্রতীক্ষা করছে ৩০ দিনের অস্ত্রবিরতি চুক্তিতে রাশিয়ার মতামত শুনতে।