আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন বামপন্থি রাজনৈতিক দল নতুন একটি জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে। ঐতিহাসিক যুক্তফ্রন্টের আদলে গঠিত এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আগামী ২৯ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কনভেনশনে দেওয়া হবে। ‘জনতার সনদ’ নামে একটি ঘোষণাপত্রের মাধ্যমে জোটটি একসঙ্গে আন্দোলন ও নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। বাম গণতান্ত্রিক জোট, যার মধ্যে সিপিবি, বাসদসহ ছয়টি দল রয়েছে, এবং শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ এই উদ্যোগের মূল উদ্যোক্তা। এছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও এতে যুক্ত হতে সম্মত হয়েছে। জোটের নাম ‘নয়া যুক্তফ্রন্ট’ বা ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ রাখার প্রস্তাব এসেছে, যা কনভেনশনে চূড়ান্ত করা হবে।