দেশে গ্যাস উৎপাদন বাড়াতে বাপেক্সের পাঁচটি রিগের পাশাপাশি আরও ছয়টি চুক্তিভিত্তিক রিগ যুক্ত করছে পেট্রোবাংলা। স্থানীয় গ্যাস মজুদ দ্রুত কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি ২০২৮ সালের মধ্যে ১০০টি কূপ খনন ও সংস্কারের লক্ষ্য নিয়েছে। বর্তমানে ১১টি রিগ একসঙ্গে কাজ করবে, যা দেশের ইতিহাসে প্রথম। এসব রিগ টার্নকি পদ্ধতিতে পরিচালিত হবে, যেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সেবা সরবরাহ করবে। তিতাস, সিলেট ও ভোলাসহ বিভিন্ন স্থানে চীনের সিএনপিসি ও সিনোপেকের মতো বিদেশি কোম্পানি কূপ খননে অংশ নেবে। নতুন কূপগুলো থেকে দৈনিক প্রায় ১৪ কোটি ৩০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২৭০ কোটির কিছু বেশি। ঘাটতি পূরণে ব্যয়বহুল এলএনজি আমদানি বাড়ানো হলেও বিশেষজ্ঞরা একে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ মনে করছেন। পেট্রোবাংলা আশা করছে, নতুন কূপ খনন উদ্যোগে স্থানীয় উৎপাদন বাড়বে এবং আমদানিনির্ভরতা কমবে।