২০১৯ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। এবার ইমি বাম গণতান্ত্রিক ছাত্রজোটের সাথে সমন্বয় করে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিপি পদে। তবে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে, সেখানে ইমিকে বলতে শোনা যায়, 'আমার হলে যেহেতু নির্বাচন সুষ্ঠু হয়েছে, কয়েক জায়গায় হয়নি এটি আমাকে মানতে হবে, কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাবির একজন শিক্ষার্থী ছিলেন, এবং তাকে যেহেতু আন্তরিক দেখেছি আমরা, ডাকসু নির্বাচনটি যেহেতু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হয়েছে, তার আন্তরিকতা ছাড়া কিন্তু এটা সম্ভব ছিল না। তিনি আমাদের গণভবনে ডেকে যে আতিথেয়তা দিয়েছেন, অন্তত কৃতজ্ঞতাবশত হলেও তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত।’ যদিও তৎকালীন ভিপি নুরুল হক নুর এর বিরোধিতা করেন, তারপরও নুর এবং আখতার হোসেনের সমর্থন ছাড়াই হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা হয়। ভাইরাল ভিডিওটির প্রতিক্রিয়ায় ইমি লিখেছেন, ‘খন্ডিত অংশ প্রচার করা হচ্ছে। আমার অবস্থান, আমি নিরপরাধ মানুষ এবং ছাত্রখুনের নির্দেশ দাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।’