এক ঐতিহাসিক রায়ে হাইকোর্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও জাতীয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা অনুযায়ী পরীক্ষা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরই শুধু অংশ নেওয়ার সুযোগ সীমিত করে ডিপিই যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটি অবৈধ ঘোষণা করেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ। ১৭ জুলাই জারি করা সেই স্মারককে চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালকসহ ৪২ জন শিক্ষক ও অভিভাবক রিট আবেদন করেন।
২ সেপ্টেম্বর প্রাথমিকভাবে স্থগিতাদেশ দিয়ে হাইকোর্ট রুল জারি করে, পরে চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন। এতে ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রচলিত সমান সুযোগের বিধান আবার কার্যকর হলো।
ডিপিই-এর আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা।