বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেছেন, ১৬ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর দেশের মানুষ এখন ভোট দিতে উন্মুখ। গাজীপুরের কোনাবাড়ীতে লিফলেট বিতরণ শেষে এক পথসভায় তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা নির্বাচন ঠেকাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তবে জনগণ তা প্রতিহত করবে। বাবুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে মানুষের মৌলিক অধিকার ও শান্তি ফিরবে। তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।