মাইলস্টোনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া শিক্ষার্থী রোহান (১৪) সুস্থ হয়ে উঠেছে, বাকিরাও শঙ্কামুক্ত। জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাকে সোমবার ছাড়পত্র দেয়। এ বিষয়ে পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন জানান, ৪৫ শতাংশের বেশি দগ্ধ নিয়ে ভর্তি হওয়া রোহান এখন সুস্থ। এখন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন আরও ১৫ শিক্ষার্থী। তাদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৫ জন ছাত্র। সবাই এখন শঙ্কামুক্ত। এর আগে ৩ সেপ্টেম্বর পাঁচ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। উল্লেখ্য, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু বার্ন ইনস্টিটিউটেই ২০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর সেখানে ভর্তি হয়েছিলেন ৫৭ জন।