নয়াদিল্লিভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক চিকিৎসককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযোগ, তিনি অস্ত্রোপচারের নামে অন্তত ১৫ থেকে ১৬ জন ব্যক্তির কিডনি অপসারণ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের ৯ জুলাইয়ের প্রতিবেদনে জানানো হয়, ৫০ বছর বয়সী ওই নারী চিকিৎসকের নাম ডা. বিজয়া কুমার। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ডা. বিজয়া কুমার নয়ডার ‘যথার্থ’ হাসপাতালে ভিজিটিং কনসালটেন্ট ও সার্জন হিসেবে কর্মরত ছিলেন। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি অস্ত্রোপচারের নামে এসব কিডনি অপসারণ করেন। ভুক্তভোগীদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক, যাদের দালালরা অর্থের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে গিয়েছিল। দিল্লি পুলিশ জানায়, এই চক্রটি নয়াদিল্লির আশপাশের বিভিন্ন হাসপাতালে সক্রিয় ছিল।
গত মাসে একই ধরনের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। ভারতে অর্থের বিনিময়ে অঙ্গ বিক্রি আইনত নিষিদ্ধ, তবে স্বেচ্ছায় দান বৈধ।