মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত এই আদেশ দেন। দুদকের তদন্তে জানা যায়, লুৎফুল তাহমিনা খান প্রায় ১৫ কোটি ৪৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং নিজের ও আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে প্রায় ৪৩ কোটি ৭৭ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অর্থ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধ হিসেবে বিবেচিত। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।