কুমিল্লার বুড়িচং উপজেলায় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতদের একজন আখলাক হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান, যিনি অতীতের সহিংসতা ও সরকারবিরোধী কার্যকলাপের একাধিক মামলার আসামি ছিলেন। শুক্রবার রাতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়াপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে সম্প্রতি আবার সক্রিয় হন। অপরদিকে আবিদপুর গ্রাম থেকে যুবলীগ নেতা আবু মুসাকেও গ্রেফতার করা হয়েছে, যিনি সাম্প্রতিক মামলার আসামি। দুইজনই সাবেক এমপি বাহার উদ্দিন বাহার ও আবু জাহেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই গ্রেফতার ঘটনায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।