ডিসেম্বরের প্রথমার্ধে তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি টার্কিশ পেট্রোলিয়াম (টিপিএও) পাকিস্তানের সঙ্গে ভারত মহাসাগরের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের জন্য পাঁচটি চুক্তি স্বাক্ষর করেছে। ৩০ কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের এই চুক্তির আওতায় তিনটি অফশোর ব্লক ও দুটি অনশোর ব্লকে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে টিপিএও। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি তেমনভাবে আলোচিত না হলেও এটি দুই দেশের জ্বালানি ও কৌশলগত সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই অংশীদারত্ব তুরস্কের জ্বালানি অনুসন্ধান সক্ষমতা বৈচিত্র্যময় করার পাশাপাশি পাকিস্তানের দীর্ঘদিন অবহেলিত গভীর সমুদ্র খনিজ অনুসন্ধান প্রচেষ্টাকে পুনরুজ্জীবিত করছে। টিপিএও পাকিস্তানের জলসীমায় সিসমিক বহর মোতায়েন ও ইসলামাবাদে স্থায়ী অফিস স্থাপনের পরিকল্পনা করছে। পাকিস্তানের ২০২৫ সালের অফশোর বিডিংয়ের আগে এই উদ্যোগ দেশটির জ্বালানি খাতে নতুন গতি আনতে পারে।
তেল-গ্যাসের বাইরে সহযোগিতা প্রতিরক্ষা, খনিজ ও ড্রোন উৎপাদন খাতেও বিস্তৃত হচ্ছে। এতে দুই দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভারত মহাসাগরে তুরস্কের ভূরাজনৈতিক উপস্থিতি বৃদ্ধি পাবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।